প্রচ্ছদ ›› জাতীয়

মামলার চাপ কমাতে এডিআর পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২২ ১৮:১৩:৩৬ | আপডেট: ২ years আগে
মামলার চাপ কমাতে এডিআর পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে: আইনমন্ত্রী
ফাইল ছবি (সংগৃহীত)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রচলিত আদালতগুলোতে মামলাজট তৈরি হয়েছে। মামলার এসব চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে। একইসঙ্গে দ্রুত ও স্বল্প ব্যয়ে এ সেবা প্রদান করতে হবে।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে ‘ডিসকাশন অন মিটিং দ্যা নিডস অভ জাস্টিস সিকারস’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এডিআর পদ্ধতির সফল প্রয়োগ আনুষ্ঠানিক মামলার বোঝা কমিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

সকল নাগরিকের মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকার সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণে সকল মানুষের জন্য সময়োপযোগী এবং মানসম্পন্ন বিচার সেবা প্রদানে বিচার বিভাগকে সবধরনের সহযোগিতা প্রদান করছে সরকার। পাশাপাশি আইনগত সহায়তা প্রদান আইন এবং প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, করোনা অতিমারীর সময়ও জনগণের ন্যায়বিচারে প্রবেশাধিকার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

মন্ত্রী জানান, করোনা সংক্রমণের শুরুর দিকেই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্রুততম সময়ে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করা হয় এবং পরবর্তীতে তা আইনে পরিণত করা হয়। এই আইন প্রণয়নের মাধ্যমে দেশে ভার্চুয়াল আদালত ব্যবস্থার প্রবর্তন হয় এবং এর মাধ্যমে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার চালু রাখা সম্ভব হয়।

সভায় ২০টি জেলার জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড অফিসাররা অংশগ্রহণ করেন। সভার মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আইনগত সহায়তা প্রদান কার্যক্রম আরও জোরদারকরণে নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মতামত তুলে ধরেন।