প্রচ্ছদ ›› জাতীয়

মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মালয়েশিয়া প্রতিনিধি
০৭ মার্চ ২০২৪ ১৯:০৭:৫১ | আপডেট: ১০ মাস আগে
মালয়েশিয়ায় হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় হাইকমিশন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কোরআন তিলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়। আলোচনা সভায়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয় এবং ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভায় বক্তব্যের শুরুতে হাইকমিশনার মো. শামীম আহসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা স্মরণ করেন। সভায় জাতির পিতার সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বাস্তবায়নে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার। এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রা এবং বাংলাদেশের অর্জনসমূহ উপস্থাপন করেন হাইকমিশনার।

ঐতিহাসিক ৭ মার্চ অনুষ্ঠানে মালয়েশিয়া আওয়ামীলীগের নেতারা, হাইকমিশনার কর্মকর্তা ও কর্মচারী এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।