প্রচ্ছদ ›› জাতীয়

মূল্যবৃদ্ধি বেশি দিন থাকবে না: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২২ ২০:২৬:১৪ | আপডেট: ৩ years আগে
মূল্যবৃদ্ধি বেশি দিন থাকবে না: খাদ্যমন্ত্রী
সংগৃহীত

জ্বালানিসহ কিছু দ্রব্যের সাময়িক মূল্যবৃদ্ধিতে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এমতাবস্থায় বিচলিত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এ সমস্যা বেশি দিন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অচিরেই এ সমস্যার সমাধান হবে।

রোববার জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদরাসা বিশ্বখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মু'আলাদা (স্কলারশীপের নিবন্ধন) প্রাপ্ত হওয়ায় আয়োজিত এক শুকরিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়নের রোল মডেল ঠিক তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারাবিশ্বে একটি বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশেও এর প্রভাবে সাময়িকভাবে জ্বালানিসহ কিছু দ্রব্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা সম্ভব হয়েছে। কিন্তু একটি মহল এই উন্নয়নের গতিধারাকে ব্যাহত করতে চায়।

তাদের এই অপচেষ্টাকে প্রতিহত করতে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।