প্রচ্ছদ ›› জাতীয়

মেট্রোরেল চলাচল বন্ধ আজ

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৩ ০৯:১৩:৫৫ | আপডেট: ১ year আগে
মেট্রোরেল চলাচল বন্ধ আজ

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন উপলক্ষে আজ বন্ধ থাকছে মেট্রোরেল চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর আড়াইটার দিকে এর উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১ নভেম্বর বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে এমআরটি লাইন-৫ অর্থাৎ হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধনও করবেন তিনি।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অনুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

মেট্রোরেলের দ্বিতীয় অংশ উদ্বোধনের পর ৫ নভেম্বর সকাল সাড়ে ৭ট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে চলাচল করবে শুধুমাত্র সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা।

গত বছরের ডিসেম্বরে চালু হয় বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ।