রাজধানীর জুরাইনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মেয়ের বাসায় বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সোমবার সকালে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ব্রাহ্মণ ডৌওকাদি গ্রামে।
নিহতের মেয়েজামাই মো.আলামিন জানান; রোববার শ্বশুর রিয়াজ উদ্দিন ও শাশুড়ি হালিমা আক্তার তার বাসায় বেড়াতে আসেন। সোমবার সকালে তারা দু’জন গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। জুরাইনের খন্দকার রোডের শেষ মাথায় সিরাজদিখান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডেলটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।
শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন শ্যামপুর থানার উপপরিদর্শক এসআই মো. হাসান।