প্রচ্ছদ ›› জাতীয়

ঘূর্ণিঝড় মোখার কারণে পর্যটক নেই কুয়াকাটায়

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২৩ ১৫:১৭:০৪ | আপডেট: ২ years আগে
ঘূর্ণিঝড় মোখার কারণে পর্যটক নেই কুয়াকাটায়

গত এক সপ্তাহ ধরে আলোচনায় থাকা ঘূর্ণিঝড় মোখার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা। অধিকাংশ হোটেল মোটেলের রুম ফাঁকা। ব্যস্ততা নেই পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় মানুষ ছাড়া সৈকতে পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। ঝড়ের আতঙ্কে পর্যটকদের উপস্থিতি শূন্যের কোটায় বলে মনে করছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা।

পর্যটকদের টানতে প্রথম সারির হোটেল থেকে আরম্ভ করে বেশিরভাগ হোটেল মোটেলে পঞ্চাশ শতাংশ ছাড় দিয়েও মিলছেনা কাঙ্ক্ষিত পর্যটক।

আবাসিক হোটেল খাঁন প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খাঁন জানান, একদিকে অসহ্য গরম, অন্যদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। সাপ্তাহিক ছুটির দিনে যে পরিমাণে পর্যটকদের উপস্থিতি থাকে তার এক-চতুর্থাংশও নেই।

সৈকতে চা বিক্রেতা মো. রেজাউল করিম বলেন, ‘গত দুই দিন ধরে পর্যটকদের উপস্থিতি নেই। সারাদিন দুইশো-তিনশো টাকাই বিক্রি করা দায় হয়ে পড়েছে।

ফুচকা বিক্রেতা হানিফ বলেন, ‘সারাদিন কোনো বিক্রি নেই। ঘূর্ণিঝড় মোখার কারণে পর্যটক আসেনা গত দুইদিন ধরে। সাপ্তাহিক ছুটির দিনে চোখে পড়ার মত কোন পর্যটক নেই।’

ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র সেক্রেটারি কে এম জহির বলেন, ‘গত সপ্তাহে ছুটির দিনে ৯০ শতাংশ রুম পর্যটকে পরিপূর্ণ ছিল। কিন্তু এ সপ্তাহে বিশ শতাংশ রুমও পূর্ণ হয়নি। ঘূর্ণিঝড় মোখার পাশাপাশি চলমান এসএসসি পরীক্ষার কারণে মূলত পর্যটকদের উপস্থিতি কম বলে মনে করছি।’

হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সেক্রেটারি মোতালেব শরীফ বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ জন্যই পর্যটকদের উপস্থিতি নেই।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা মেকাবেকায় আমরা সর্বদা প্রস্তুত আছি। ট্যুরিস্টদের নিরাপত্তা প্রদানে বিভিন্ন স্পটগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’