বরগুনার বেতাগী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, হাচান উদ্দিনের (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার মোকামিয়া ফাজিল মাদরাসা ময়দানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিন কিশোর সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তারা রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।