যশোরে মোটরসাইকেলে ইট ভাটার একটি ট্রাকের ধাক্কায় এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলার মনিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও তার স্বামী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শিরিনা আক্তার কনা (২৪) মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী। আহত রহুল যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিন সকাল ১১টার দিকে জেলার মনিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে ইটের ভাটার একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কনা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন কনাকে উদ্ধার করে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান জানান, স্বামী-স্ত্রী দুজনকেই গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়। স্বামীকে চিকিৎসা দেয়া গেলেও গর্ভবতী হওয়ার কারণে স্ত্রীর চিকিৎসা কোন কাজে আসেনি। অতিরিক্ত রক্ত ক্ষরণে গর্ভের সন্তানসহ তিনি মারা যান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।