জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক(ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাষ্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগাদেশ দেয়া হয়।
মো. মোস্তাফিজার রহমান যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মোস্তাফিজার রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত বিদ্যাতে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স পাস করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারি কমিশনার হিসেবে প্রথম বাগেরহাট জেলায় যোগদান করেন।
এরপর গাইবান্ধায় সহকারি কমিশনার (ভূমি) এবং কুড়িগ্রাম সদরে উপজেলা নির্বাহী অফিসার, জাতীয় সংসদে, ঢাকা জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিষ্ঠিত হয়ে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।