প্রচ্ছদ ›› জাতীয়

যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু ৩০ নভেম্বর

ইউএনবি
২৩ নভেম্বর ২০২২ ১৪:৪৯:১৬ | আপডেট: ২ years আগে
যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু ৩০ নভেম্বর

যশোর থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট ৩০ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সপ্তাহের প্রতি বুধবার সকাল ১১টা ৪৫ মিনিটে যশোর থেকে ছেড়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে কক্সবাজারে পৌঁছাবে।

একইভাবে কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ছেড়ে যশোরে সকাল ১১টায় পৌঁছাবে। এই রুটে সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাতের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে যাত্রীদের যশোর-কক্সবাজার-যশোর পর্যন্ত রিটার্ন কাপল টিকিট কিনতে হবে। এই অফারে একজন দম্পতির জন্য রিটার্ন টিকিট এবং তিন রাতের জন্য বিনামূল্যে হোটেলে থাকা অন্তর্ভুক্ত।

ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের হোটেলের সঙ্গে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিশরগো হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।