প্রচ্ছদ ›› জাতীয়

যশোরে ট্রাক চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৫:০৭ | আপডেট: ২ years আগে
যশোরে ট্রাক চাপায় নারীর মৃত্যু

যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার নাভারণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনা আহত হয়েছেন একজন।

নিহত জান্নাতুল ফেরদৌস (২৪) মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। তিনি শার্শা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ও আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্ল্যাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজবাড়ি থেকে প্রতিদিনের ন্যায় সকালে মোটরসাইকেলে সহকর্মী নূর ইসলামের সঙ্গে শার্শার উদ্দেশে রওনা হয়ে নাভারণ বাজারে পৌঁছালে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাতুল ফেরদৌস সড়কের ওপরে পড়ে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে গেলে ওখানেই তার মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।