প্রচ্ছদ ›› জাতীয়

যশোরে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৩ ১৮:৫০:৩৭ | আপডেট: ২ years আগে
যশোরে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

যশোরের চৌগাছায় পরিত্যক্ত অবস্থায় তিন কেজি ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি দুই লাখ ৩০ হাজার টাকা।

তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে বিজিবির একটি দল কাবিলপুর এলাকায় অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি তোয়ালে দিয়ে মোড়ানো একটি প্যাকেট রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী প্যাকেট থেকে তিন কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার যশোর কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।