প্রচ্ছদ ›› জাতীয়

যাকাত ধনী ও গরীবের মাঝে অর্থনৈতিক সেতুবন্ধন: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২২ ১৮:৪৫:১৮ | আপডেট: ২ years আগে
যাকাত ধনী ও গরীবের মাঝে অর্থনৈতিক সেতুবন্ধন: ধর্ম প্রতিমন্ত্রী
সংগৃহীত

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ধনী ও গরীবের মাঝে অর্থনৈতিক সেতুবন্ধন হচ্ছে যাকাত। মুসলিম সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণে এবং সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে যাকাতের ভূমিকা অপরিসীম।

বুধবার বিকেলে হজ অফিস আশকোনায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরিদুল হক খান বলেন, বাংলাদেশে সামর্থ্যবান লোকদের নিকট থেকে যথাযথ পরিমাণ যাকাত আদায় করে সঠিকভাবে বন্টন করা গেলে দেশের দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অনেকাংশে ত্বরান্বিত হবে।

যাকাত আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আরও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান বাস্তবতাকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুসরণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহসহ নানাবিধ সামাজিক সমস্যা সমাধানে ইমামগণকে নিয়মিত বয়ান করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ৩ জন ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা এবং ২০২১, ২০২২ সালের শ্রেষ্ঠ যাকাত আদায়কারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।