প্রচ্ছদ ›› জাতীয়

যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২২ ১০:৩১:৫২ | আপডেট: ৩ years আগে
যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত, আহত ১০

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজ পাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসে থাকা এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজ পাড়া রেলক্রসিংয়ে শ্রমিকবাহী একটি বাসকে ধাক্কা দেয়। বাসটি সে সময় রেললাইন অতিক্রম করছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক পোশাক শ্রমিক নিহত হন।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ হিরো জানান, দুর্ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩