যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি-আমেরিকান ছাত্র সাঈদ ফয়সাল হত্যার বিচারের দাবিতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়ার জন্য সিনিয়র ডিরেক্টর রিয়ার এডমিরাল আইলিন লাউবাচারের নির্ধারিত বৈঠকের (দুপুর ২টা ৩০ মিনিটে) ঠিক আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিল, ‘আমরা বিচার চাই।’
আইলিন লাউবাচার শনিবার সন্ধ্যায় দেশে পৌঁছেছেন এবং মঙ্গলবার তারা ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
গতকাল তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কেমব্রিজ সিটি হলে একজন পুলিশ অফিসার বুধবার একজন কথিত ‘সশস্ত্র’ ব্যক্তি ফয়সালকে গুলি করে হত্যা করেছে।
সাংবাদিক ও কলামিস্ট অজয় দাস গুপ্ত ঘটনাটিকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মার্কিন পুলিশ একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে, যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি।