প্রচ্ছদ ›› জাতীয়

যৌন নিপীড়ন মামলায় ইজিবাইক চালকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২২ ২১:০৩:১৫ | আপডেট: ৩ years আগে
যৌন নিপীড়ন মামলায় ইজিবাইক চালকের কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলে যাওয়ার সময় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে এক ইজিবাইক চালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে সড়কের পাশে ছাত্রীদের প্রতিদিন যৌন নিপীড়ন করে আসছিলো সোহাগ মৃধা (৩০)। সে গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের বাসিন্দা।

ছাত্রীরা ও তাদের অভিভাবকসহ স্থানীয়রা একাধিকবার এর প্রতিবাদ করলেও সোহাগ তাতে কর্ণপাত করেননি। তাই গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পরে ছাত্রীরা নাঘার সড়ক দিয়ে বাড়ির যাওয়ার পথে তাদের পুনরায় যৌন নিপীড়ন শুরু করে সোহাগ মৃধা। বিষয়টি স্থানীয়রা জেনে সোহাগ মৃধাকে স্কুল কক্ষে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে জানায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন গতকাল রাতে পুলিশ নিয়ে ওই স্কুলে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহাগ মৃধাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা পাওয়া সোহাগকে আজ শুক্রবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।