প্রচ্ছদ ›› জাতীয়

রংপুর সিটি নির্বাচন: ভোট কক্ষে ২ জনের বেশি সাংবাদিক নয়

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২২ ১৩:২৮:১৩ | আপডেট: ২ years আগে
রংপুর সিটি নির্বাচন: ভোট কক্ষে ২ জনের বেশি সাংবাদিক নয়

২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একসঙ্গে দুইজনের বেশি সাংবাদিক ভোট কক্ষে ঢুকতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান শুক্রবার এমন তথ্য জানান।

তিনি আরও জানান, ভোটকক্ষে ১০ মিনিটের বেশি অবস্থান না করার নির্দেশনাও দেয়া হয়েছে।

এ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবে ২৭০ জন। মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস-এর আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

ইতোমধ্যে নির্বাচনী শুরু হওয়া প্রচার চলবে ২৫ ডিসেম্বর মধ্যরাত সাড়ে ১২টা পর্যন্ত।

আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।