রংপুরের গঙ্গাচড়ায় বাস খাদে পড়ে দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রংপুর-নীলফামারী সড়কের গঞ্জিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।
নিহত দুজনই পুরুষ। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ওসি দুলাল হোসেন জানান, ময়না পরিবহনের ওই বাসটি নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে রংপুরে আসছিল। পথে গঞ্জিপুর বটতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইট দিতে গিয়ে খাদে পড়ে যায় ময়না পরিবহনের বাসটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করান।