প্রচ্ছদ ›› জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২২ ২১:২০:৫২ | আপডেট: ৩ years আগে
রংপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

রংপুর নগরীর সারেয়ারতলে মাহিগঞ্জ-পীরগাছা সড়কে একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও দুইজন আহত হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন হলেন- পীরগঞ্জ উপজেলার অটোরিকশার চালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৭) ও শাহজাহান মিয়া (৫৫)। বাকি একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ট্রাকটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।

তিনি বলেন, পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে বলেও জানান ওসি।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর শত শত প্রাণহানি ঘটছে।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে এক হাজার ৭৯২টি সড়ক দুর্ঘটনায় ২৪২ জন নারী ও ৩১২ শিশুসহ কমপক্ষে এক হাজার ৮৯০ জন নিহত এবং তিন হাজার ৫৪৩ জন আহত হয়েছেন।

বেসরকারি সংস্থা নৌ পরিবহন, সড়ক ও রেলওয়ে রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর) রবিবার তাদের নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

এদিকে, গত জুন মাসে সারাদেশে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৭৩ শিশুসহ ৫২৪ জন নিহত ও ৮২১ জন আহত হয়েছেন।