প্রচ্ছদ ›› জাতীয়

রমজানে দাম সহনীয় রাখতে ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩২:৩৩ | আপডেট: ১ year আগে
রমজানে দাম সহনীয় রাখতে ৪ পণ্যে শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে।

বৈঠকের বরাত দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়।’