রাজধানীর বনানীতে করাইল বস্তিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আল আমিন (৩৪) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- আমজাদ হোসেন (৩৫), মাসুদ আলম (২০), নুর আলম (৩০), জলি আক্তার (৪০), সুমি বেগম (৩৫) ও ডালিয়া বেগম (৪০)।
বুধবার রাত ৮টার দিকে কড়াইল নূরানী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলামিনকে সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মৃত মুসলিম উদ্দিন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, কড়াইল বস্তি এলাকায় দুই গ্রুপের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি। এ ঘটনায় একজন মারা গেছে। কয়েকজন আহত আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।