রাজধানীর ধানমন্ডি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন দুই যুবক। একই সঙ্গে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডির রাসেল স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান।
তিনি জানান, নিহতরা রিকশার যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় আহত খোকন নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়ে দেন।