প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে গণপরিবহন সংকটে বন্ধ দোকানপাট, ভোগান্তিতে জনগণ

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ১৫:৪২:২৬ | আপডেট: ২ years আগে
রাজধানীতে গণপরিবহন সংকটে বন্ধ দোকানপাট, ভোগান্তিতে জনগণ
স্থান- বিজয় স্মরণী মোড়, ছবি- মশিউর জারিফ

রাজধানীতে বিএনপির শেষ বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ঢাকার সড়কে গণপরিবহন স্বল্পতায় ভোগান্তিতে পড়তে হয় অফিসগামীদের।

শনিবার সকাল থেকে সড়কে কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। তবে কিছু সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দেখা গেছে।

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি দশম বিভাগীয় সমাবেশ করছে এবং সমাবেশস্থলে দলটির হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

গণপরিবহন বন্ধ থাকায় বিএনপি সমর্থকদের পায়ে হেঁটে সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে। শহরজুড়ে দোকানপাটও বন্ধ রাখতে দেখা যায়।

কোনো পরিবহন ধর্মঘট ডাকা না হলেও মালিকরা তাদের যানবাহন সড়কে নামাননি। সড়কে কয়েকটি আন্তঃনগর বাস দেখা গেলেও তা সংখ্যায় কম।

নগরবাসী বিশেষ করে অফিসগামীরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে বেশ অসুবিধায় পড়েন। অধিকাংশকেই সকাল থেকে সড়কে গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক, উত্তর) আবু সালেহ মো. রায়হান বলেছেন, সড়কে গণপরিবহনের উপস্থিতি খুবই কম। অন্যান্য দিনের তুলনায় সড়কে যাত্রীর সংখ্যাও কম। জরুরি কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, রাজধানীজুড়ে পুলিশের ৩২ হাজার সদস্যের ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।