রাজধানীর রামপুরায় ট্রাকের চাপায় নওশা মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালেরর সামনে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যায়।
নিহত নওশার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড় থানার সাতআলী গ্রামে। তার বাবার নাম মো. আলী হোসেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে থাকতেন।
স্বজনদের কাছ থেকে জানা যায়, নিহত নওশা মিয়া বেসরকারি একটি প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি তে চাকরি করতেন । পাশাপাশি তিনি মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রামপুরা ফরাজী হাসপাতালের সামনে আসলে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
তিনি আরও জানান, ওই যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নাম ঠিকানা পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তের জন্য আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।