প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৪ ১৯:৪৫:৫৯ | আপডেট: ৯ মাস আগে
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ রবিবার সকাল ও গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ বিকালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় কুড়িল বিশ্বরোড এলাকায় অজ্ঞাত পুরুষ (৫০) ঘটনাস্থলে প্রাণ হারান।

অপরদিকে, আজ মহাখালী এলাকায় সকাল সাড়ে ১০টায় অজ্ঞাত পুরুষ (৫৫) একতা এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলে মারা জান বলে জানিয়েছেন বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শ্রী সুনীল চন্দ্র সুত্রধর।