প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৩ ১৬:০৭:০৬ | আপডেট: ১ year আগে
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩
ছবি: প্রতীকি

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পৃথক ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর, টঙ্গী ও নারায়ণগঞ্জ পুলিশ ফাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ। মৃতদের তিনজনই পুরুষ। তবে তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সোমবার দিবাগত রাতে ক্যান্টেনমেন্ট ও তেজগাঁও রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে আজ সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, টঙ্গী পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, টঙ্গী রেল স্টেশন অদুরে বউবাজার নামক স্থানে সোমবার সন্ধ্যা ৭টায় ২৫ বছর বয়সী এক যুবক ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান।

অপরদিকে সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় রেল স্টেশনের অদুরে বটতলা এলাকায় ট্রেনের ধাক্কায় ২০ বছর বয়সী এক যুবক আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খাঁন তার মরদেহ উদ্ধার করেন।