প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৩ ১১:৩২:০২ | আপডেট: ২ years আগে
রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। এ ঘটনায় সোহেল নামের আরও এক যুবক আহত হয়েছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রুবেল বলেন, সকালে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অটোরিকশাচালকের সঙ্গে ভাড়া ঠিক করছিলেন দুজন। এ সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান পেছন থেকে সিএনজিসহ তাদের ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ তিনজন আহত হন।

তিনি বলেন, পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসান ও আকবর নামের দুজনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে হাসান অটোরিকশাচালক বলে জানা গেছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় পিকআপভ্যানের চালক এবং চালকের সহকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।