রাজধানীর কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৃথক ঘটনায় এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহামেদ চৌধুরী বলেন, লাশ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কমলাপুর পাবলিক টয়লেটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি টয়লেটে পরে ছিলেন। পরে যাত্রীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
অপরদিকে, আজ সকালে ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে অজ্ঞাত ৬০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে ট্রেনের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা গেছেন। সংবাদ পেয়ে সকাল সাড়ে আটায় মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।