রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানার আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকালে মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন- রাজধানীতে প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে কোনাপাড়ার কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টা ৪৪ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যায়।