রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় টিনশেড একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকালে মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।