প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১৪:১২:৪১ | আপডেট: ২ years আগে
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত গ্যারেজের মালিক আলম মিয়া (৪৫) ভোলা জেলার শানু মিয়ার ছেলে। কুনিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সকাল ৭টার দিকে গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন আলম মিয়া।

পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।