প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত: চালক ও হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৩ ১২:২৫:০৭ | আপডেট: ২ years আগে
রাজধানীতে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত: চালক ও হেলপার আটক

রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে রবিবার বাস চাপায় নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার বাসচালক মো. লিটন(৩৮) ভোলা জেলার ইলিশা ইউনিয়নের কালু মিয়ার ছেলে ও হেলপার আবুল খায়ের(২২) একই জেলার বিদুরিয়া এলাকার হাসেম ঘরামির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গুলশান) মো. আবদুল আহাদ জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিও জব্দ করেছে পুলিশ।

এর আগে রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে মোটরসাইকেল আরোহী নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী নাদিয়াকে (২৪) বাসটি ধাক্কা দিলে তিনি মারা যান।

এ ঘটনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।