রাজধানীর বাড্ডায় মধ্যরাতে লরির চাপায় ইসরাফিল ও জাকারিয়া নামের ২ ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন, তার অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই লরির চালক ও সহকারী পলাতক।
প্রত্যক্ষদর্শীরা জনান, রাত পৌনে একটার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে দোকান থেকে ফার্নিচার এনে ভ্যানে তুলছিলেন তারা। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দ্রুতগতির একটি লরি সজোরে ধাক্কা দেয় রাস্তার পাশে ফার্নিচার লোড করা ভ্যানগুলোতে। ঘটনাস্থলেই মারা যান ইসরাফিল ও জাকারিয়া।
এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি ফিরোজপুরে আর জাকারিয়ার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।
বাড্ডা থানার ওসি (তদন্ত) মো. সিহাব উদ্দিন জানিয়েছেন, ঘটনার সাথে সাথেই চালক ও সহকারী পালিয়ে যায়। তবে লরিটি জব্দ করা গেছে। পলাতকদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা। বললেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রক্রিয়া চলেছে।