রাজধানীর খিলগাঁওয়ে রিকশা থেকে পড়ে পিকআপ ভ্যানের চাপায় ফরিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে খিলগাঁওয়ের মৌলভীর টেক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদা বেগম ও তার ভাগ্নি সেলিনাকে বহনকারী রিকশাকে আরেকটি রিকশা ধাক্কা দিলে ছিটকে পড়েন ফরিদা। এরপর দ্রতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হন।
শুক্রবার গ্রামের বাড়ি থেকে ভাগ্নি সেলিনা বেগমের বাসায় ডাক্তার দেখাতে এসেছিলেন ফরিদা। তিনি শরিয়তপুর জেলার গোশাইরহাট উপজেলার কবির হাওলাদার কান্দি গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী। তার চার সন্তান রয়েছে।
সেলিনা বেগম জানান, তার খালাকে নিয়ে বনশ্রী ফরাজি হাসপাতাল গিয়েছিলেন। সেখানে চিকিৎসকের সিরিয়াল দিয়ে রিকশা করে দু’জন নবীনবাগের বাসায় ফিরছিলেন। পথে মৌলভীর টেক এলাকায় পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দিলে তার খালা ফরিদা বেগম পড়ে যান। পরে একটি পিকআপ ভ্যান তার খালাকে চাপা দেয়।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ফরিদাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১০ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন
সত্যতা নিশ্চিত করেছ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’