রাজধানীর ভাটারায় চুলার আগুনে বাবুর্চি ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল ৯টায় ভাটারা থানার পেছনে ফোরস্টার রেস্তোরাঁর রান্নাঘরে এ ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে বেলা ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন, রেস্টুরেন্টের বাবুর্চি তরিকুল ইসলাম তারিক(৩৯), বাবুর্চির সহকারী মো. হারিজ (৩০), লাইলী বেগম খাদিজা (৪৩) ও রহিমা বেগম (৩৮)। দুই নারী রান্না ঘরে সবজি কাটার কাজ করেন।
রেস্তোরাঁর ওয়েটার বাবুল হাওলাদার বলেন, আজ সকাল ৯টায় রান্নার কাজ চলছিল। সেখানে শর্ট সার্কিট থেকে স্পার্ক হয়ে আগুন চুলার আগুনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চারজন দগ্ধ হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, তারিকের শরীরের ৭ শতাংশ, বাবুর্চি মো. হারিজের ১২ শতাংশ, লাইলী বেগম খাদিজার ৩ শতাংশ, রহিমা বেগমের শরীরে ৩ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে ২ জনকে অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধ ২ নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।