প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীতে সিএনজির ধাক্কায় রিকশারোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২২ ১০:২২:৫২ | আপডেট: ৩ years আগে
রাজধানীতে সিএনজির ধাক্কায় রিকশারোহীর মৃত্যু

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে রিকশা আরোহী মো. হাসান মিয়া (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান নীলফামারী জেলার ডিমলা থানার শালহাতী গ্রামের মো. বাদশা মিয়ার বড় ছেলে। বর্তমানে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে কেরানীগঞ্জে বসবাস করতেন।

হাসানের শ্যালক সাইফুল ইসলাম জানান, তার দুলাভাই বসুন্ধরা রিভারভিউ এলাকায় একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। রিকশা করে হাসান অফিসের কাজে যাওয়ার সময় হাসনাবাদ মাজারের সামনের সড়কে পৌঁছালে রিকশাটিকে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অবগত করা হয়েছে।