রাজধানীতে একটি হ্যান্ড স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণে কমপক্ষে সাতজন দগ্ধ হয়েছেন।
শনিবার কামারপাড়ার রাজাবাড়ী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন- রিকশা গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আলম মিয়া (২০), মাসুম (৩৫), মো. আল-আমিন (৩০) ও মো. শাহীন (২৫)।
জানা যায়, সকাল ১১টা ৪৫ মিনিটে হ্যান্ড স্যানিটাইজারের একটি গোডাউনে বিস্ফোরণ ঘটে এবং এতে সাতজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।