প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৩:২০ | আপডেট: ২ years আগে
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, এর আগে রোববার বিকাল সাড়ে চারটার দিকে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন -  রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

কড়াইল বস্তিতে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ থাকেন। যাদের বেশির ভাগই গার্মেন্টস কর্মী, রিকশাচালক, খণ্ডকালীন গৃহকর্মী ও দোকানের কর্মচারী।

বস্তিটিতে এর আগে সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি রাতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে তখন কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

এছাড়া ২০১৬ সালে এই বস্তির ভয়াবহ আগুনে প্রায় ৪০০ থেকে ৫০০ ঘর পুড়ে যায়।