বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ আরো কিছু মার্কেট আমাদের কাছে আপাতদৃষ্টিতে ঝুকিপূর্ণ বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছে ফায়ার সার্ভিসের ডিজি মো. মাইন উদ্দিন।
বুধবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগামীকাল থেকে আমরা মার্কেটগুলোতে আপনাদের সাথে করে নিয়ে সার্ভে শুরু করব এবং স্পটে আমরা আপনাদেরকে সার্ভে রেজাল্ট দিয়ে আসবো।
তিনি বলেন, ওই মার্কেটের কমিটিতে যারা থাকবেন তাদেরকে সহ আমরা এই বিষয়টি মিডিয়াকে জানাবো এবং জনগণের সচেতন হতে হবে।
ফায়ার সার্ভিসের ডিজি আরও বলেন, আজও বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকা বিশেষ করে এনেস্কো টাওয়ারের গুদাম গুলো আছে ওই এলাকায় যেখানেই আগুন দেখা যাচ্ছে তাদের সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি।
আগুন এভাবে ছড়ালো কিভাবে প্রশ্ন করলে ডিজি বলেন, ক্ষতিগ্রস্তরা তাদের কাপড়-চোপড় যেভাবে নামিয়েছে এবং নিচে রাস্তার মধ্যে স্তুপ করে রেখেছিল। এখান থেকেই আগুনের ফুলকি যেয়ে অন্য জায়গায় ছড়াতে পারে বলে ধারনা। এছাড়া গতদিন বেশ বাতাসও ছিল।
সরকারী স্থাপনায় আগুন নিয়নন্ত্রে বেশি ব্যস্ত ছিলেন প্রশ্ন করলে তিনি বলেন, শুধু সরকারই নয় আমাদের জন্য প্রত্যেকটা স্থাপনাই গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে আগুন নির্বাপনে একেকটি গ্রুপ এক এক জায়গায় কাজ করেছি। ১০০ ফায়ারফাইটার এক সাথে কাজ করলে অন্তরায় সৃষ্টি হয়। তাই ভাগ ভাগ হয়ে কাজ করা হয়েছে।
ডিজি আরও বলেন, কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়টি এখনো জানা যায়নি। এই আগুনের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আমরা জানতে পারবো বা বলতে পারব।