দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকা-ময়মনসিংহ সড়কে বনানী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে।
বৃহস্পতিবার ভোররাত থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে সড়কে।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে যানজটে আটকে থাকা গাড়ির সারি বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় ছাড়িয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। যানজটের কারণে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
গাজীপুর পরিবহনের বাসের হেলপার আজম আলী বলেন, ‘ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে।’
উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বুধবার থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে।’