প্রচ্ছদ ›› জাতীয়

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৩ ১৫:০০:৫৯ | আপডেট: ২ years আগে
রাজধানীর মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় প্রকৌশলীসহ ৪ শ্রমিক আহত হয়েছেন।মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বড় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অগ্রণী অ্যাপার্টমেন্ট লিমিটেডের প্রকৌশলী সাইদুল ইসলাম (৩৫), ডিপিডিসি ঠিকাদারের অধীন শ্রমিক আবু কালাম (২৫), মো. শাহিন (৩০) ও মো. তারেক (২০)।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

হাসপাতালে আসা সাইদুল ইসলামের সহকর্মী সরোয়ার বলেন, ‘সাইদুল হেঁটে অফিসে আসছিলেন। যতটুকু জানতে পেরেছি ময়লার ড্রাম থেকে বিস্ফোরণ হওয়ায় তিনিসহ আরও অনেকে আহত হন।’

শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মহিউদ্দিন বলেন, ‘আমরা রাস্তায় বালু ফেলার কাজ করছিলাম। হঠাৎ পাশ থেকে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ হয়‌। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে বলতে পারছি না। তবে পাশের একটি ফার্মেসি থেকে ধোয়া ও বিকট শব্দে কিছু কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মগবাজারে বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’