রাজধানীতে মিরপুরের শেওড়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরজু (২৬) নামের তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় আরজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন আজ সকাল পৌনে ৯টার দিকে ঢামেকে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় তিনি বলেন, আরজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
পল্লবী মিলাদ ক্যাম্পের আসলাম মিয়ার ছেলে আরজু। তিনি মোটর ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
ওই এলাকার বাসিন্দা সাব্বির আলম বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শেওড়াপাড়া এলাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশা। এতে আরজু গুরুতর আহত হন। পরে তার বন্ধু রানা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।