প্রচ্ছদ ›› জাতীয়

রাজনৈতিক দলের নিরাপত্তার দায়িত্ব আমাদের: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ১৭:৫৯:৩১ | আপডেট: ২ years আগে
রাজনৈতিক দলের নিরাপত্তার দায়িত্ব আমাদের: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সামনে বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করবে। এসব রাজনৈতিক দলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। সরকারি সম্পত্তি ও জনগণের সম্পত্তি হেফাজত করতে হবে।’

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার একথা বলেন।

সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের কাজ হচ্ছে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করা। মাঠ পর্যায়ে কাজ করতে শারীরিক সক্ষমতা বাড়াতে প্যারেডের বিকল্প নেই। ফিজিক্যাল ফিটনেস এবং মাঠ পর্যায় দুই ক্ষেত্রেই সমান দক্ষতা থাকতে হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার যেন অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকতে হবে।’

পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের শারীরিক সক্ষমতা বাড়াতে আজ বর্ণাঢ্য আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় কমিশনার প্রতিদিন এক ঘণ্টা করে রাজারবাগ পুলিশ লাইনস মাঠ ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে প্যারেড করার নির্দেশ দেন।