প্রচ্ছদ ›› জাতীয়

রাজশাহীতে সিএনজিতে ট্রাকের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

টিবিপি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩ ১৯:২৮:০৯ | আপডেট: ১ year আগে
রাজশাহীতে সিএনজিতে ট্রাকের ধাক্কা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস মোড়ে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৪ জন।

শনিবার দুপুর ২টার দিকে মোকলেসের বাড়ি গুরুদাসপুরের মকিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী ইনসাব আলী, ছেলে আইয়ুব আলী, বোন পারভীন পারভিনের মেয়ে কলেজছাত্রী শারমিন (১৭) ও অটোরিকশাচালক মোকলেস আলী।

অটোরিকশার নিহত যাত্রীদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামে। তারা চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছিলেন।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, টিসিবির পণ্যবাহী একটি ট্রাক রাজশাহী থেকে পুঠিয়া যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী এক নিহত ও ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হৃদয় (১৯) নামে এক অটোরিশাযাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।