প্রচ্ছদ ›› জাতীয়

রাত ৮টার পর দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২২ ১৩:৪৬:১৯ | আপডেট: ৩ years আগে
রাত ৮টার পর দোকানপাট বন্ধ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কাল থেকে রাত ৮টার পর সারা দেশে দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে। রাত ৮টার পর সারা দেশে দোকানপাট বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। সেই সাথে সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়।

এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি।