প্রচ্ছদ ›› জাতীয়

‘রাশিয়া-ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২২ ১৫:১৭:১৩ | আপডেট: ৩ years আগে
‘রাশিয়া-ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে বাধা নেই’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি | পুরনো ছবি

রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় তিনি আরও বলেছেন, ‘বিশ্বের ২৪টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার দিয়ে এই দুটি দেশ থেকে খাদ্য আমদানি করতে পারবে।’

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে দেশের খাদ্য আমদানি ও মজুত এবং ইউক্রেন-রাশিয়া থেকে আমদানির সমস্যা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনিএ তথ্য তুলে ধরা হয়েছে। বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিভিন্ন খাতের ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে সমস্যা এবং দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা। দেশ দুটি থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএসসহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে চাল সুলভ মূল্যে কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগির চালের দামও স্থিতিশীল হবে।