প্রচ্ছদ ›› জাতীয়

২০ টাকার ভাড়া ৩০

আনিসুর রহমান সুমন
০৬ আগস্ট ২০২২ ১৬:৪৫:৩৭ | আপডেট: ৩ years আগে
২০ টাকার ভাড়া ৩০
ফাইল ছবি

শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিনই আজ শনিবার সকাল থেকে রাস্তায় গাড়ির সংখ্যা প্রায় অর্ধেক।

শনিবার সকাল থেকে রাজধানীতে আন্তঃজেলা বাসের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্যহারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ বাস ঢাকায় প্রবেশ করতে দেখা যায়নি। রাস্তায় হাতেগোনা যে কয়েকটি গণপরিবহন চলছে তাদের বিরুদ্ধে উঠেছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ।

সকাল থেকেই অফিসগামী শত শত মানুষকে রাস্তার বিভিন্ন মোড়ে ও বাস স্টপেজে অপেক্ষা করতে দেখা গেছে। সে তুলনায় রাস্তায় গাড়ির সংখ্যা ছিল অপ্রতুল। একই চিত্র দেখা গেছে দেশের মেট্রোপলিটন সিটিগুলোতে। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা এবং রিকশা (প্যাডেল এবং ব্যাটারি উভয়ই) চালকরাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

পেট্রোল, ডিজেল ও অকটেনের এই হঠাৎ মূল্য বৃদ্ধিতে তীব্র অসন্তোষ দেখা গেছে জনমনে।

ক্ষোভ প্রকাশ করে আজিমপুর থেকে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অফিস করতে আসা বেসরাকারি প্রতিষ্ঠানে কর্মরত আতিকুল ইসলাম দ্য বিজনেস পোস্টকে বলেন; আজ রাস্তায় বাস কম থাকার ফলে যে স্বল্পসংখ্যক বাস চলছে তারা বেশি ভাড়া আদায় করছে। প্রতিদিনের ভাড়া যেখানে ২০ টাকা সেখানে বাসগুলো ৩০ টাকা আদায় করেছে।

ধানমন্ডি থেকে তেজগাঁও অফিস করতে আসা মোহাম্মদ জারিফ বলেন, আজকে রাস্তায় গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। এর ফলে অফিসগামী মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

যাত্রাবাড়ী থেকে তেজগাঁও আসা সোহেল রানা বলেন; রাস্তার বাস কম থাকার ফলে গণপরিহনগুলো স্বাভাবিক সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি ভাড়া আদায় করছে। অন্যান্য দিনে এ পথের ভাড়া ২০ টাকা হলেও আজ নিচ্ছে ৩০ টাকা।

উত্তরা থেকে মহাখালী বাসস্ট্যান্ড আসা আরেক যাত্রী মোহিত আহমেদও একই কথা বলেন। তিনি বলেন, হঠাৎ করে গতকাল তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের পর আজ প্রথম অফিস। সকাল থেকেই রাস্তায় গাড়ি কম। তার উপর বেশি ভাড়া। ফলে অফিসে যেতে ভোগান্তির শিকার হচ্ছি আমরা।

শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃপক্ষ এবং পরিবহন মালিকদের মধ্যে বৈঠকের কথা রয়েছে। সেই বৈঠকে বাস ভাড়া নির্ধারণ হবে।

এদিকে শুক্রবার রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে ১১৪ টাকা, অকটেনের লিটার ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রোলের লিটার ৮৬ থেকে করা হয়েছে ১৩০ টাকা। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতেই ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।