প্রচ্ছদ ›› জাতীয়

রিটার্ন দাখিলে আরও ২ মাস সময় চায় ৬৭ কর সমিতি

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ২০:৫০:২৩ | আপডেট: ২ years আগে
রিটার্ন দাখিলে আরও ২ মাস সময় চায় ৬৭ কর সমিতি

বাংলাদেশ কর আইনজীবী সমিতি (বিটিএলএ) জানিয়েছে, কর বছরের ২০২২-২০২৩ এর সার্কুলার প্রাপ্তিতে বিলম্বের কারণে আয়কর রিটার্ন দাখিলের জন্য দেশের ৬৭টি কর আইনজীবী সমিতি দুই মাস সময় বাড়ানোর জন্য আবেদন করেছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অর্থনীতিতে যে প্রতিকূল পরিস্থিতি রয়েছে তাও বিবেচনায় নেয়ার দাবি জানান তারা। কর আইনজীবীদের কেন্দ্রীয় সংগঠন বিটিএলএ অ্যাসোসিয়েশনের দাবি মেনে নিয়েছে।

বিটিএলএ সেক্রেটারি অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে পৃথক আবেদন করা হয়েছে।

কর আইনজীবীদের সংগঠনগুলো বলছে, অর্থনৈতিক মন্দা ছাড়াও এ বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রচারণায় বড় ধরনের ঘাটতি রয়েছে। এ কারণে, ৮০ লাখেরও বেশি ই-টিআইএন বাহক থাকলেও এখন পর্যন্ত রিটার্ন ফাইলিংয়ের সংখ্যা কম।

পরিস্থিতি বিবেচনা করে করদাতাদের রিটার্ন দাখিলের সুযোগ দিতে দুই মাস সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে।