প্রচ্ছদ ›› জাতীয়

রিটার্ন দাখিলের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২২ ১৩:২৬:৫২ | আপডেট: ১ year আগে
রিটার্ন দাখিলের সময় বাড়ল

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে বুধবার এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন।

করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১ নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ (৩০ নভেম্বর)।

এনবিআর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এতে কর আহরণ হয়েছে ৩ হাজার ৪২ কোটি টাকা।

গত বছর এই সময়ে রিটার্ন দাখিল হয়েছিলো ১৫.৫ লক্ষ এবং কর আহরণ হয়েছিলো ২ হাজার কোটি টাকা। তবে এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।