প্রচ্ছদ ›› জাতীয়

রুশ রাষ্ট্রদূতের আশা শীঘ্রই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২২ ১৬:৫৮:১৪ | আপডেট: ২ years আগে
রুশ রাষ্ট্রদূতের আশা শীঘ্রই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ মানতিতস্কি আশা প্রকাশ করেছেন যে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হবে।

বুধবার সচিবালয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি উল্লেখ করেন যে, ‘আমি তাকে যুদ্ধের বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে জানিয়েছিলাম: 'যুদ্ধ কারও জন্য কোন কল্যাণ বয়ে আনে না; নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞাও কোন কল্যাণ বয়ে আনে না।' আমি তাকে বলেছিলাম যে যুদ্ধ শিগগির শেষ হলে সবার জন্য ভালো হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান বলেছেন, ভিকেন্তেভিচ মানতিতস্কি আশা করেছেন যে শিগগির যুদ্ধ শেষ হবে।

সংবাদ আদান-প্রদানের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) এবং ইটার-তাস -এর মধ্যে ২০১৭ সালে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল।

হাছান আরও বলেন, রাষ্ট্রদূত এমওইউকে একটি চুক্তিতে পরিণত করার প্রস্তাব দেন।

তিনি রুশ বার্তা সংস্থা স্পুটনিক ও বাসসের মধ্যে সংবাদ বিনিময়েরও প্রস্তাব করেন।

তথ্যমন্ত্রী বলেন, রুশ রাষ্ট্রদূত বাংলাদেশের টিভি চ্যানেলে রুশ সিরিজ সম্প্রচারের প্রস্তাব করেছিলেন। ‘আমি তাকে দেশের বেসরকারি টিভি চ্যানেলে প্রস্তাব দেয়ার পরামর্শ দিয়েছি।